Annual Reports

বন্যার পানি নেমে যাওয়ার পরও লাগবে সহায়তা, কীভাবে প্রস্তুতি নেবেন

আকস্মিক বন্যায় বিপর্যস্ত দেশের বিস্তীর্ণ জনপদ। এ এমন এক দুর্যোগ, যার প্রভাব রয়ে যায় দীর্ঘমেয়াদে। বন্যার পানি নেমে গেলেও মানুষ সহসাই নিরাপদ জীবনে ফিরতে পারেন না। নানা রকম স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি হয় বন্যাদুর্গত এলাকায়। স্বাভাবিক জীবনে ফেরাটা এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
রাজধানীর ধানমন্ডির পপুলার ডায়াগনস্টিক সেন্টারের মেডিসিন কনসালট্যান্ট ডা. সাইফ হোসেন খান বলছিলেন, ‘বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষ যখন নিজের বসতবাড়িতে ফিরতে শুরু করেন, সেই সময়টায় সুস্থ ও নিরাপদ থাকতে কিছু বিষয়ে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। নিরাপদ পানি এবং খাবারের ব্যবস্থা যেমন করতে হবে, তেমনি পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও যত্নশীল হতে হবে।’

 

Scroll to Top